মাঝ নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন

চাঁদপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ১৪:৪৬
শেয়ার :
মাঝ নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন

ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার মাঝের চর নামক স্থানে এ ঘটনা ঘটে।

পরে লঞ্চটি তীরে ভিড়লে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ৮ যাত্রী আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার পর লঞ্চটি তীরে ভিড়িয়ে দেওয়া। লঞ্চে ৪ শতাধিক যাত্রী ছিল। নৌ পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আরেকটি লঞ্চ দিয়ে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, কিভাবে লঞ্চে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।