ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে গর্ভবতী মায়েদের জন্য পরামর্শ (ভিডিও)
শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. তাসনুভা শারমিন
ঈদ তো ঈদ-ই। তার সঙ্গে যদি যোগ হয় মা হতে চলার আনন্দ, এর কি কোনও তুলনা আছে? হতে পারে আপনি কিছুটা শারীরিক অস্বস্তি বোধ করছেন। কিন্তু তাই বলে কি ঈদটাকে আর দশটা ঈদের দিনের মত শেষ হয়ে যেতে দেবেন?
মোটেই না! ঈদ মানে শপিং, বাজার করা, ঘর গোছানো, রান্না করা, আরও কত কি। প্রেগন্যান্ট অবস্থায় এত ধকল তো আর নিতে পারবেন না। তাছাড়া ঈদের পরে নিজের প্রতি কতটা যত্নবান হতে হবে তাও জেনে নেওয়া দরকার।
আর সেই সব বিষয়ে কথা বলেছেন, শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. তাসনুভা শারমিন।
আরও পড়ুন:
চোখের রক্তবর্ণ ধারণের কারণ ও প্রতিকার
ভিডিওতে তার বিস্তারিত দেখে নিন-
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন