অভিনয় করতেন অশ্লীল ছবিতে, এখন নামাজ ও চিল্লায় সময় কাটে মেহেদির
ঢাকাই চলচ্চিত্রের অশ্লীল যুগের অন্যতম নায়ক ছিলেন মেহেদি। পরে চলচ্চিত্রের সুদিন আসলে অনেকের মতো তিনিও চলে যান আড়ালে। এবার জানালেন, নামাজ ও চিল্লায় সময় কাটছে তার।
আজ শুক্রবার এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে এ কথা বলেন তিনি।
মেদেহি বলেন, ‘এখন আমি ধর্মীয় কাজে সময় দিচ্ছি। নিয়মিত জামাত, চিল্লায় যেতে হচ্ছে। যেহেতু মানুষ হয়ে জন্ম নিয়েছি, তাই ধর্ম-কর্ম তো করতেই হবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি বলেন, ‘আমি মুসলিম তাই আমাকে নিয়মিত নামাজ, রোজা করতে হবে। এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে।’
তবে চলচ্চিত্র থেকে একেবারে সরে যাননি বলে জানালেন এ অভিনেতা। তিনি বলেন, ‘আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে আমার চারটি চলচ্চিত্র।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
মেহেদি অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘ধনদৌলত’, ‘হাসু আমার হাসু’, ‘অন্যায়’, ‘মহান’, ‘নিয়ত’, ‘চেনামুখ’, ‘শরীফ বদমাশ’, ‘নান্টু ঘটক’, ‘জারকা’, ‘তিন বাহাদুর’, ‘মর্যাদা’, ‘নবাব’, ‘অহিংসা’, ‘কাবিন’, ‘বিধাতা’, ‘উনিশ বিশ’, ‘দিদার’, ‘কসম’ ও ‘নাগজ্যোতি’।