টাকা চেয়ে না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় টাকা চেয়ে না পেয়ে বাবা হেলাল উদ্দিন ব্যাপারীকে কুপিয়ে হত্যা করেছেন আরিফ নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরিফ মাদকাসক্ত। নেশার টাকা না দেওয়ায় আরিফ তার বাবা হেলাল উদ্দিনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন।
নিহতের ভাগিনা রিয়াদুল ইসলাম শাহিন জানান, তার মামাতো ভাই আরিফ নেশার টাকার জন্য প্রতিনিয়ত তার বাবা-মায়ের গায়ে হাত তোলাসহ বিভিন্নভাবে হেনস্তা করত। এমনকি নেশার টাকার জন্য ঘর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে তা বিক্রি করে দিত। এছাড়াও বিভিন্ন বাড়িতে চুরি করত আরিফ। বৃহস্পতিবার রাত অনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে নেশার টাকার জন্য ছেলের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার মামার। একপর্যায়ে নিজের আরিফ তার বাবাকে ছুরি দিয়ে ঘাড়ে ও পেটে এলোপাথারি আঘাত করতে থাকে। পরে প্রতিবেশীরা হেলাল উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান রাশেদ বলেন, হেলাল উদ্দিনকে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।