শিশু হাসপাতালে আগুন লাগার পেছনে যে কারণ দেখছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৪, ১৬:১৪
শেয়ার :
শিশু হাসপাতালে আগুন লাগার পেছনে যে কারণ দেখছে ফায়ার সার্ভিস

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বিস্ফোরণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আইসিইউতে ১৭ জন শিশু চিকিৎসাধীন ছিল। তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটে ঢাকা শিশু হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন নিয়ন্ত্রণ শেষে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফখরুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে অনুসন্ধান চালায়। তবে আমরা কোনো ভুক্তভোগীকে পাইনি। আগুন লাগার পরপরই আইসিইউতে থাকা সবাইকে সরিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা।’

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘আমরা ধারণা করছি আইসিইউর ভেতরে এসি ছিল। সেটা থেকে হয় তো আগুন লেগেছে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘আগুনের সঙ্গে সঙ্গে বেশ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ভালো আছে। পাশাপাশি আইসিইউ রুমে যে অক্সিজেন সংযোগ ছিল সেটি পুড়ে গেছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের চেষ্টায় অক্সিজেন লাইনটি বন্ধ করা হয়েছে।’

এদিকে, আগুন নিভলেও হাসপাতাল ভবনজুড়ে এখনো বিস্ফোরিত গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে।

হাসপাতালটির আইসিইউ ইনচার্জ ও নার্সিং সুপারভাইজার চেরি সুপর্ণা বলেন, ‘২৫ বছর ধরে এখানে কাজ করছি। ২০১২ সাল থেকে ইনচার্জ হিসেবে আছি। এমন ঘটনা এর আগে কখনো হয়নি।’

তিনি বলেন, ‘শুক্রবার জনবল কম থাকে। বাচ্চাদের সরিয়ে নিতে কিছুটা বিলম্ব হচ্ছিল। পরে নেওয়া হয়েছে। বাচ্চারা এখন ভালো আছে।’