শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ১৫:২৪
শেয়ার :
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরপর দুপুর ২টা ২৮ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালের একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। তখন সেখানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কিভাবে সেখানে আগুনের সূত্রপাত হলো বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি তিনি।