ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজধানীর শিশু হাসপাতালে কার্ডিয়াক আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের।
আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘হাসপাতালের ৬ষ্ঠ তলায় (আইসিইউ ইউনিট) ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা কাজ করছে। কিভাবে লাগল এখনো জানিনা। ঘটনাস্থলে যাচ্ছি।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আমাদের কাছে সংবাদ এসেছে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?