বাবা-মা-দাদির পর চলে গেল লামিয়াও

অনলাইন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ১১:২০
শেয়ার :
বাবা-মা-দাদির পর চলে গেল লামিয়াও

রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবা-মা-দাদির পর শিশু লামিয়া (৭) মারা গেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে সে মারা যায়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, লামিয়ার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে লামিয়ার বাবা মো. লিটন চৌধুরী (৫২) মা সূর্য বানু (৪০),  নানি মেহেরুন্নেছা (৭০) মারা যান। বর্তমানে তার বোন লিজা (১৫) ও ভাই সুজন (৮) চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গত শুক্রবার ভোর ৪টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের নতুন বাজার কালভার্ট রোডের বাসায় মশার কয়েল ধরানোর সময় আগুন ধরে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।