ভোটের প্রচারে বিপাকে দেব, ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ০৯:১৭
শেয়ার :
ভোটের প্রচারে বিপাকে দেব, ভেঙে পড়ল মঞ্চ

ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে আজ শুক্রবার। এই নির্বাচন ঘিরে এতদিন প্রচারণায় ব্যস্ত ছিলেন সব প্রার্থী ও সমর্থকরা। তাদেরই একজন টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম দেব। ঘাটালের বিভিন্ন কেন্দ্রে জনসংযোগ করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থীকে।

তারকা প্রার্থীকে খুব কাছ থেকে পেয়ে উচ্ছ্বসিত ছিল ঘাটালবাসী। জনসংযোগে উপচে পড়া ভিড় ছিল জনগণের। আর এই উচ্ছ্বাসের চাপ থেকেই এবার বিপাকে পড়লেন টালি তারকা দেব।

বুধবার রাত আটটার দিকে ঘাটালের ঝাউতলায় ঘাটাল লোকসভা কেন্দ্রে পথসভা করেন দেব। পথসভার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। সেই মঞ্চে দেব উঠার পরই লোক বাড়তে থাকে। তাকে কাছে থেকে দেখার জন্য কেউ কেউ উঠে পড়েন ওই মঞ্চে। আর এতেই ভার সামলাতে না পেরে ভেঙে পড়ে যায় অস্থায়ী মঞ্চটি।

এ অবস্থায় টালি তারকা বেসামাল হওয়ার আগেই তাকে ধরে ফেলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।