আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৪
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় গণভবনে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদেরের কর্মসূচি:

বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে বিকেল ৪টায় এ সভা শুরু হবে।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র অহমিয়া ভাষায় রূপান্তরিত সংস্করণ, আসামের কবি ও গবেষক ড. রীতা চৌধুরী রচিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘জিরো আওয়ার’ এবং একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ রচিত ‘ভুবন জোড়া শেখ হাসিনার আসনখানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিকেল সাড়ে ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।