এবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: সংগৃহীত
অবশেষে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে।
ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারি সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এখন পর্যন্ত চলমান এ হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়া সিরিয়ায় সামরিক অবকাঠামোগুলোর পাশাপাশি ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হামলার খবর সামনে আসার পর ইরানের বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লাইভ আপডেটে জানিয়েছে, ইরানের আকাশে উড্ডয়নরত বিভিন্ন ফ্লাইটও ঘুরিয়ে দেয়া হচ্ছে।
এর আগে গত শনিবার ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর এর কড়া জবাব দেয়ার হুঁশিয়ার দিয়েছিল ইসরায়েল প্রশাসন। আর এরই মধ্যে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল।
যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরাইলকে ইরানের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ না নেয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করেই হামলা চালালো ইসরাইলি বাহিনী।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার সিএনএনকে বলেন, ‘ইসরাইল যদি তার বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ‘তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে’।’
তিনি আরও বলেন, ‘যদি ইসরায়েলি সরকার আবার দুঃসাহসিকতা শুরু করে এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, আমাদের কাছ থেকে পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ স্তরে হবে।’