ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা /

একই পরিবারের নিহত সেই চারজনের দাফন সম্পন্ন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, ২০:৫৭
শেয়ার :
একই পরিবারের নিহত সেই চারজনের দাফন সম্পন্ন

ঝালকাঠিতে একই পরিবারের নিহত সেই চারজনের দাফন সম্পন্ন। ছবি: আমাদের সময়

ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজার সামনে ট্রাকের চাপায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় জানাজা শেষে পাবিরারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় স্থানীয় সাউথপুর সিনিয়র মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

একই পরিবারের নিহত চারজন হলেন- মো. হাসিবুর রহমান প্রিন্স (৪০), তার স্ত্রী সোনিয়া বেগম (৩০) ও দুই শিশু সন্তান তানিয়া আক্তার (৩), তাহমিদ রহমান (১)। হাসিবুর রহমান উপজেলা মঠবাড়ি ইউনিয়নের উত্তরসাউথপুর গ্রামের মৃত মিজানুর রহমানের বড় ছেলে।

নিহত হাসিবুর রহমানের শ্বশুর আব্দুল বারেক মৃধা জানান, গতকাল বুধবার দুপুরে একটি ভাড়া প্রাইভেটকারে করে হাসিবুর রহমান, তার স্ত্রী ও দুই শিশু সন্তানসহ শ্যালী-ভায়রাকে নিয়ে বরিশালে ভাড়া বাসা দেখতে যাচ্ছিলেন। পথে গাবখান সেতুর টোলপ্লাজায় টোল দেওয়ার সময় প্রাইভেটকারসহ আরও তিনটি ইজিবাইককে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে প্রাইভেটকারসহ তিনটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তের মধ্যে প্রাইভেটকারে থাকা হাসিবুর ও তার স্ত্রী, তাদের দুই শিশু সন্তান, হাসিবুরের শ্যালী-ভায়রাসহ চালক ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও ইজিবাইকে থাকা আরও চারজন নিহত হন। পরে মেডিকেলে আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে হয় ১৪জন। এ ঘটনায় আরও প্রায় ২৫ জন আহত হন।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, গাবখান সেতুর টোলপ্লাজাটি আরও দূরে সরিয়ে নেওয়া হোক। সেই সঙ্গে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা। যাতে এমন ঘটনা পুনরায় না ঘটে।