অবশেষে ‘রূপান্তর’ নিয়ে কথা বললেন জোভান
মাসখানেক আগে ট্রান্সজেন্ডার ইস্যুতে উত্তাল ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। এবারের ঈদে মুক্তি পেয়েছে একই বিষয়ভিত্তিক ওপর নির্মিত নাটক ‘রূপান্তর’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এটি প্রযোজনায় করেছে একান্ন মিডিয়া। এরপরই ট্রান্সজেন্ডার ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি।
তুমুল সমালোচনার পর ইতিমধ্যেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অবশ্য তার আগেই নেটদুনিয়ায় অভিনেতা জোভানকে বয়কটের ডাক দিয়েছে অনেকে। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন এর নির্মাতা ও অভিনেতা।
জোভান জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের চরিত্রে আর অভিনয় করবেন না তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তার কথায়, ‘বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলার নেই। তবে আমি বুঝতে পারছি না, এটি নিয়ে কেন এতো সমালোচনা হবে! নাটকের ভিউ কিন্তু খুব বেশি হয়নি। আমার মনে হয়, মানুষ না দেখেই নাটকটির সমালোচনা করছে। যাই হোক, ভক্ত-দর্শকরা এ ধরনের কাজ পছন্দ করে না- এটি বুঝেছি। যেহেতু তারা এসব পছন্দ করে না তাই আগামীতে এসব কাজ আর করব না।’
বয়কট প্রসঙ্গে জোভান বলেন, ‘এমন আচরণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, বিষয়টি নিয়ে গণমাধ্যমে নির্মাতা রিংকু বলেন, ‘আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমি আসলে একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি। এ ধরনের ঘটনা কিন্তু আমাদের চারপাশে ঘটে। এটা হরমোনজনিত শারীরিক ঘটনা। আমি দেখানোর চেষ্টা করেছি হরমোনজনিত কারণে একজন মানুষের ক্রমেই একা হয়ে যাওয়ার গল্প। কিন্তু এ বিষয়টিকে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং হতাশ। এই সরল গল্পটি যদি আমরা না গ্রহণ করি, তাহলে নতুন গল্প বলব কেমন করে?’
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউবে উন্মুক্ত হয় ‘রূপান্তর’ নাটকটি। সমালোচনার মুখে পরদিন সকালেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে জোভান ছাড়াও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’