সেনবাগে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৮
শেয়ার :
সেনবাগে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে শাওন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। 

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শাওন সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের কচি মিয়ার ছেলে। আহতদের মধ্যে ফেনী সদর হাসপাতাল থেকে পিয়াস নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারে দুই গ্রুপের মধ্যে বৈশাখী মেলা বসানো নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাওনসহ ৭ জন আহত হয়। এর মধ্যে শাওন ও পিয়াসের অবস্থা গুরুতর হলে তাদের ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য পিয়াসকে চট্টগ্রামে পাঠান। অপর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।