ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালালেন স্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ১৭:০১
শেয়ার :
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালালেন স্ত্রী

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন জাকিয়া (২৬) নামের এক গৃহবধূ। এ ঘটনায় ভুক্তভোগী ফিরোজকে (২৯) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বুধবার ভোরে উপ‌জেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবা‌ড়ী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

প্রতিবেশী ও স্বজনরা জানান, পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে ৬ বছরের একটি ছেলে রয়েছে তাদের। সংসার জীবনে প্রায়ই একে অপরকে দোষারোপ করে ঝগড়া করতেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিসি হয়। গতকাল মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। আজ বুধবার ভোরে ফিরোজের পুরুষাঙ্গ কেটে সন্তান রেখেই জাকিয়া পালিয়ে যান। এ ঘটনার পর ফিরোজকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠান।

ভুক্তভোগী ফি‌রোজ বলেন, ‘ভোরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে আমার লিঙ্গ কেটে ফেলে। আমার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে। এর আগেই ছেলেকে রেখে জাকিয়া পালিয়ে যায়।’

ফি‌রো‌জের মামা আরজু জানান, বি‌য়ের পর থে‌কে স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পা‌রিবা‌রিক কলহ চল‌ছিল। ভোরে ভাগিনার লিঙ্গ কে‌টে ফে‌লে তার স্ত্রী। প‌রে পা‌শের লোকজন খবর পে‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসে। তার স্ত্রী বা‌ড়ি থে‌কে পা‌লি‌য়ে‌ছে।

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল হোসেন চকদার বলেন, বিষয়টি জেনেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ফিরোজকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। স্বামী-স্ত্রীর মাঝে সাংসারিক ঝামেলা চলছিল। এ নিয়ে সম্প্রতি একাধিকবার দরবার-সালিস করা হয়েছে।

উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকা‌রী স্বাস্থ্য কর্মকর্তা কাজল তালুকদার ব‌লেন, লি‌ঙ্গের পু‌রো অংশ কে‌টে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হ‌য়েছে। উন্নত চি‌কিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।