ফতুল্লায় ভবন থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে একটি পাওয়ার প্ল্যান্টের নির্মাণাধীন ভবনের একতলা থেকে নিচে পড়ে জাং এক্সআই বিন (৫৫) নামের এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
চীনা নাগরিককে উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জাংকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা দোভাষী সেলিম রেজা ও নির্মাণশ্রমিক আব্দুল খালেক জানান, পঞ্চবটীতে একটি পাওয়ার প্ল্যান্টের নির্মাণাধীন ভবনের একতলায় তার (ক্যাবল) রাখার ফাঁকা জায়গার পাশে কাঠের ওপর দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিচ্ছিলেন জাং। এ সময় ফাঁকা জায়গা দিয়ে ওপর থেকে আন্ডারগ্রাউন্ডে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। জাং মুগদা এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘রদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।