প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাওয়ার কথা ছিল। এর মধ্যে তিনি সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওই সফর দুটি বাতিল করা হয়েছে।
প্রধানমন্ত্রী ইউএনএসকাপ কমিশনের সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাংকক সফর করবেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহsযোগিতার বিষয়ে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। ব্যাংককের পর সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এরপর তার গাম্বিয়ায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর পরিবর্তে ওই দুটি অনুষ্ঠানে উপযুক্ত প্রতিনিধি পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?