৫০০ টাকার ভাড়া নামল ২০০ টাকায়

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, ২০:৫৭
শেয়ার :
৫০০ টাকার ভাড়া নামল ২০০ টাকায়

ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন সাধারণ মানুষ। তবে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে দুর্ভোগে পরেছে যাত্রীরা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে তাৎক্ষণিকভাবে যানবাহনগুলোতে স্বাভাবিক ভাড়া নিতে শুরু করেন।  

আজ মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় এলাকার সিএনজি স্টেশন, বিরিশিরি বাসস্টান্ড ও দুর্গাপুর-ঢাকা রুটের বাস কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

অভিযান পরিচালনা করেন দুর্গাপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করেন দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু শরিফ।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ঢাকাগামী বাসগুলোতে যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া হচ্ছিল। বিষয়টির প্রমাণ পাওয়ায় মা মনি পরিবহন বাস কাউন্টারের মাস্টার সালাউদ্দিনকে (৩৫) ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও দুর্গাপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত আগের নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি আদায় করছিল সিএনজি চালিত অটোরিকশা চালকরা। আগে জনপ্রতি ভাড়া ২০০ টাকা থাকলেও এখন ভাড়া নেওয়া হচ্ছিল ৫০০ টাকা। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান সিএনজিচালিত অটোরিকশা স্টেশনে গিয়ে ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে থেকে অর্ধশতাধিক যাত্রীকে আগের ২০০ টাকা ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করায় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

মিজান হোসেন নামের এক যাত্রী বলেন, ‘সকাল থেকে সিএনজি স্টেশনে এসে বসে আছি। ৫০০ টাকার কমে সিএনজি যাবে না। অবশেষে এসিল্যান্ড স্যার এসে আমাদের ২০০ টাকায় পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন। এ জন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সড়ক পরিবহন আইনে মা মনি বাস কাউন্টারের মাস্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা চালকদের আগের ভাড়ায় যাত্রী নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।