কেএনফের ৯ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ১৯:৪৩
শেয়ার :
কেএনফের ৯ সদস্য গ্রেপ্তার

পার্বত্য অঞ্চলের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নয় সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের কাছ থেকে নয়টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বান্দরবানের দুই উপজেলায় ব্যাংক ডাকাতি ও ডাকাতির চেষ্টার মধ্য দিয়ে আলোচনায় আসে কেএনএফ। তারা পাহাড়ে আলাদা রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে সংগঠনের যাত্রা শুরু করেছিল।