মিয়ানমারের আরও ১২ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে
মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১২ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আজ মঙ্গলবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি লেবুবাগান দিয়ে ১০ জন ও গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় একই উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত দিয়ে ২ জন বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের হেফাজতে নেন।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে পালিয়ে আসা বিজিপির ১০ সদস্যকে নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে তাদের নাইক্ষ্যংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার বলেন, ‘আজ সকালে মিয়ানমার থেকে ১০ বিজিপি বাংলাদেশে প্রবেশ করেছেন।’
প্রসঙ্গত বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের অভ্যন্তরে তাদের দেশের বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে চলে আসছে সংঘর্ষ। চলমান সংঘর্ষের কারণে বিদ্রোহী সশস্ত্র গ্রুপের সঙ্গে টিকতে না পেরে সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সদস্যরা প্রাণের ভয়ে বিভিন্ন সময় বাংলাদেশের ভেতরে এসে আশ্রয় নিয়েছেন। এই পর্যন্ত মিয়ানমারের জান্তাবাহিনীর ২০৩ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয়ে আছেন।