স্মার্টফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
শরীয়তপুরের নড়িয়াতে স্মার্টফোন কিনে না দেওয়ায় আনাস মুসুল্লি (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের পুনাইখার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আনাস ওই এলাকার আব্দুল আলিম মুসুল্লির ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, আনাস মুসুল্লি নামের ওই কিশোর স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করতো। কয়েক মাস আগে পড়াশোনা বন্ধ করে দেয়। সোমবার রাতে মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে আনাস। তার মা তাকে মোবাইল কিনে দিতে অস্বীকৃতি জানালে রুমের দরজা বন্ধ করে দেয় আনাস। ভোরে নামাজের জন্য তাকে ডাকতে গেলে দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে আনাসের মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
আনাসের চাচা ছাত্তার মুসল্লি বলেন, ‘রাতে ওর মায়ের কাছে টার্চ ফোন চেয়েছিল আনাস। পরিবারের লোকজন কিনে দেয়নি বলে অভিমানে গলায় ফাঁস নিয়েছে।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’