২৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, ১৩:৫৬
শেয়ার :
২৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি করিম উল্লাহ্ (৬০) কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে চট্রগ্রাম জেলার ভূজপুর থানাধীন লালমাই এলাকার গহীন জঙ্গলস্থ তার অস্থায়ী বসতবাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত করিম উল্লাহ রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে।

রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ এর দিক নির্দেশনায় এবং এসআই (নিঃ) সামছুল আমিন, মোঃ তারেক সহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযান পরিচালনায় ২০০১ সালের ২৩ বছরের পূর্বের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি করিম উল্লাহ কে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, রামগড় থানার চৌকস অফিসার এসআই মো. সামছুল আমীন ও থানার অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিগত সময়েও বাহিরের বিভিন্ন জেলায় তথ্য প্রযুক্তির সাহায্যে অনেক পুরাতন ও গুপ্তচর আসামি গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।