আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ০৮:৪০
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

পরিবেশমন্ত্রীর কর্মসূচি:

বিকেল ৪টায় বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠানে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বাণিজ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি:

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিয়মিত আয়োজন ‘মিট দ্য রিপোর্টার্স’ বেলা ১১টায় নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে এবারের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তথ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি:

সচিবালয়ে দুপুর ২টায় অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বাহাউদ্দিন নাছিমের কর্মসূচি:

সকাল সাড়ে ১০টায় রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমিপ। এরপর দুপুর ১২টায় সিদ্ধেশ্বরী সর্বজনীন মন্দিরের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বাংলাদেশ লেবার পার্টির কর্মসূচি:

বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘আগ্রাসন বিরোধী সংগ্রামে ডা. জাফরুল্লাহ চৌধুরী’ শীর্ষক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় শিশুকল্যাণ পরিষদ সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গণ অধিকার পরিষদের কর্মসূচি:

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যলয়ে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

হাবের কর্মসূচি:

‘হজ ব্যবস্থাপনা- ২০২৪’- এর চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে জরুরি আলোচনা সভা করবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। রাত ৮টায় কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ সভা অনুষ্ঠিত হবে।