কেউ দেশে কেউ বিদেশে
তারকাদের যে কোনো কর্মকাণ্ড নিয়েই আগ্রহ দেখা যায় ভক্তদের। আর ঈদের বিষয় তো একটু বেশিই নজরে থাকে। প্রিয় তারকা কোথায় ঈদ করেছেন, কার সঙ্গে ছিলেন- এটা জানার জন্য ভক্তকুলের আগ্রহ থাকে অনেক। আমাদের আজকের আয়োজন তারকাদের ঈদ নিয়ে...
শাকিব খান
এবারের ঈদুল ফিতরে সিনেমা হলে মুক্তি পেয়েছে এই তারকার ‘রাজকুমার’ সিনেমা। যে কারণে ঈদের দিন গুলশানে নিজ বাড়িতেই ছিলেন শাকিব। সেখানে সময় দেন পরিবারের সদস্যদের।
অপু বিশ্বাস
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসও এবারের ঈদ ঢাকাতেই উদযাপন করেছেন। সন্তান আব্রাম খান জয়কে নিয়ে গিয়েছেলেন সন্তানের পিতা শাকিব খানের বাসায়। কয়েকদিন আগেই ভারত থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী।
শবনম ইয়াসমিন বুবলী
ঈদে এই নায়িকার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ফলে ঈদের সময়টা সিনেমার প্রচারেই কাটিয়েছেন বুবলী। ঈদের দিনটি ঢাকার উত্তরায় পরিবারের সঙ্গে কাটান ‘বসগিরি’ তারকা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অনন্ত জলিল
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল এবার ঈদ উদযাপন করেছেন দেশের বাইরে, তুরস্কে। সপরিবারে সেখানেই ছিলেন এই অভিনেতা।
পরীমণি
কলকাতার ‘ফেলুবকশি’ সিনেমার শুটিং শেষে ঈদের আগেই ঢাকায় ফেরেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ছেলে পুণ্যকে নিয়ে ঈদুল ফিতর ঢাকাতেই কাটান তিনি। বেশ কিছু ছবি ফেসবুকেও দিয়েছেন।
বিদ্যা সিনহা মিম
এবারের ঈদ সিঙ্গাপুরে কাটিয়েছেন লাক্সসুন্দরী বিদ্যা সিনহা মিম। ঈদ উদযাপনে পরিবারের সদস্যদের নিয়ে উড়াল দেন সিঙ্গাপুরে। যেহেতু এই ঈদে নায়িকার কোনো সিনেমা মুক্তি পায়নি, ফলে ঈদের সময়টুকু পরিবারকেই দিতে চেয়েছেন মিম। সে কারণেই মায়ের ইচ্ছাতে সিঙ্গাপুর যাত্রা।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
নিরব
প্রতিবারের মতো এবারের ঈদও ঢাকায় কাটিয়েছেন অভিনেতা নিরব। ঈদের দিন স্ত্রী ও দুই কন্যার সঙ্গে সময় কাটান তিনি। সিনেপ্লেক্সে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখেছেন নিরব।
জায়েদ খান
এই চিত্রনায়কেরও ঈদ কেটেছে ঢাকাতেই। ঈদেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সোনার চর’। ঈদের দিন সিনেমাটি দেখেন কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।
সাইমন সাদিক
প্রতি ঈদে গ্রামের বাড়ি চলে যান সাইমন সাদিক। এবারও সেটাই করেছেন। এই নায়ক বলেন, ঈদ সবসময় আমার প্রাণের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে করার চেষ্টা করি। আমার গ্রামকে আমি কলিজার গ্রাম বলে ডাকি। এবারও পরিবার ও বন্ধুদের নিয়ে খুব ভালো একটি ঈদ পার করলাম।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা