সাভারে এসি বিস্ফোরণে দগ্ধ ৩

সাভার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, ০০:০৪
শেয়ার :
সাভারে এসি বিস্ফোরণে দগ্ধ ৩

ঢাকার সাভারে একটি কাপড়ের দোকানে এসির বিস্ফোরণ ঘটে অন্তত তিনজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার রাত ৯টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দোকানের মালিক ইউসুফ ও কর্মচারী নাহিদ। এনাম মেডিকেলে ইউসুফ ও নাহিদের চিকিৎসা চলছে। অপরজন সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

 ফায়ার সার্ভিস জানায়, রাত ৯ টার দিকে ওই দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় বাসিন্দারারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুর ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।