ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও এক নারীর মৃত্যু
ভাষানটেকের আগুনের ঘটনায় দগ্ধ সূর্য বানু (৪৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই জনে।
বার্ন ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, সূর্য বানুর শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল।
সূর্য বানুর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। বর্তমানে তিনি ভাসানটেকে পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামীর নাম মো. লিটন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বর্তমানে হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?