পত্রিকা অফিসে সম্পাদকের মাথা ফাটালেন ভবন মালিক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ২১:০২
শেয়ার :
পত্রিকা অফিসে সম্পাদকের মাথা ফাটালেন ভবন মালিক

ভাড়ার চুক্তি নিয়ে কথা কাটাকাটির জেরে পত্রিকা অফিসেই এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছেন ভবনের মালিক বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টু।

আজ সোমবার বেলা ১১টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌর এলাকায় মনির উদ্দিন কমপ্লেক্সের নিচতলায় ‘নিউজ টাঙ্গাইল’ পত্রিকা অফিসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম মো. সাইফুল ইসলাম শাফলু। তিনি এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি ও ‘নিউজ টাঙ্গাইল’ পত্রিকার সম্পাদক।

আহত সাংবাদিককে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনির উদ্দিন কমপ্লেক্সের একটি কক্ষ ভাড়ার চুক্তিপত্র নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সাংবাদিক সাইফুল ইসলাম শাফলুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন ওই ভবনের মালিক। এতে ঘটনাস্থলেই শাফলু জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার মাথায় একটি সেলাই দিতে হয়েছে।

মনির উদ্দিন কমপ্লেক্সের একাধিক ভাড়াটিয়া নাম প্রকাশ না করার শর্তে জানান, ভবনের মালিক মনির উদ্দিন মন্টু উগ্র স্বভাবের। তার বিচার হওয়া উচিত।

মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে ভবনের মালিক বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টু বলেন, ‘রুমের চুক্তিপত্র নিয়ে কথা কাটাকাটির একপর্যায় তার (সাংবাদিক সাইফুল ইসলাম শাফলু) মাথায় আঘাত করে ফেলেছি। এটা ঠিক হয়নি।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সাংবাদিককে মারধরের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।