তিতাসের সিবিএ নেতা কাজিম উদ্দিন আর নেই
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি কাজিম উদ্দিন গতকাল রবিবার ভারতের নয়াদিল্লিতে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিতাসের সিবিএ সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার আকস্মিক মৃত্যুতে তিতাস গ্যাসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
দিল্লি থেকে তার মরদেহ আসার পর আজ সোমবার বাদ জোহর কাওরানবাজার এলাকায় ‘তিতাস গ্যাস ভবনে’ প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহসহ কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এইচ.এম. মোতালেব, তিতাস গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নেতারা, পেট্রোবাংলা, বাপেক্স, হোটেল সোনারগাঁও কর্মচারী ইউনিয়নের নেতারা, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সকল নেতাকর্মী।
কাজিম উদ্দিন নারায়ণগঞ্জ বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া জাতীয় শ্রমিকলীগের আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া পেট্রোবাংলা কর্মচারীদের সংগঠনের মহাসচিব ছিলেন। সর্বশেষ নারায়ণগঞ্জে কয়েক দফা জানাজা শেষে কাজিম উদ্দিনকে ফরাজি কান্দা গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সিবিএ নেতারা।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?