মামার বিয়েতে এসে নদীতে নিখোঁজ শিশু, ২১ ঘণ্টা পর ভেসে উঠলো মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১৭:২০
শেয়ার :
মামার বিয়েতে এসে নদীতে নিখোঁজ শিশু, ২১ ঘণ্টা পর ভেসে উঠলো মরদেহ

টাঙ্গাইলের কালিহাতীতে মামার বিয়ে খেতে এসে বংশাই নদীতে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর মো. মাশিয়ান (১১) নামে সেই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের দশকিয়া খেয়াঘাট থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

মাশিয়ান পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকার মাসুদ তালুকদারের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো এবং ৭ থেকে ১০ পারার হাফেজ।

প্রতিবেশী অমিত হাসান রবিন ও স্থানীয়রা জানান, মাশিয়ান তার মামার বিয়েতে এসেছিল। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে মাশিয়ান তার অন্যান্য সাথীদের সঙ্গে দশকিয়া গ্রামের মামার বাড়ির সামনে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। একপর্যায়ে তিনজনই পানির স্রোতে ভেসে যায়। পরে দুইজনকে তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও মাশিয়ানকে খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে দুপুর ১টার দিকে টাঙ্গাইল সদর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসেন। ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তার সন্ধান না পেয়ে অভিযান বন্ধ করেন। আজ সোমবার সকাল ৯টার দিকে তার মরদেহ ঘটনাস্থলে একটু দূরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে মৃত অবস্থায় নদী থেকে শিশু মাশিয়ানকে উদ্ধার করা হয়। পরে তার মরদেহ পরিবার গ্রামের বাড়িতে নিয়ে যান।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।