৫ দিন পর বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা
ঈদ ও পহেলা বৈশাখের টানা ৫ দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।
এর আগে গত ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পথে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ৫ দিন পণ্য খালাস বন্ধ থাকায় বন্দরে পণ্যজট শুরু হয়। এখন পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করেছে পণ্যজট।
এদিকে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও কর্মব্যস্ততা ফিরেছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, সরকারি ছুটি শেষে পুনরায় এ পথে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস নিতে পারেন এ জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৮০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে ৩০ থেকে ৪০ কোটি টাকা।