ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের টানা পাঁচদিনের সরকারি ছুটি গতকাল রবিবার শেষ হয়েছে। আজ সোমবার খুলছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক।
এবার বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার সাপ্তাহিক ছুটি। পরের দিন রবিবার নববর্ষের ছুটি। অর্থাৎ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।
গত বৃহস্পতিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?