মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে বিজিপির আরও ২৯ সদস্য

অনলাইন ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ১৩:০১
শেয়ার :
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে বিজিপির আরও ২৯ সদস্য

কক্সবাজারের টেকনাফের খারাংখালী সীমান্ত এলাকা দিয়ে আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্য আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করেছে।

আজ রবিবার সকালে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ২৯ সদস্য আশ্রয়ের জন্য আজ সকালে বাংলাদেশে ঢুকে পড়ে। পরে তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

 এদিকে মিয়ানমারের অস্থিরতার মধ্যে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য সীমান্তে কড়া নজর রাখছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল।

গত ১১ মার্চ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে এক দিনে পালিয়ে বাংলাদেশে আসে দেশটির বিজিপির ১৭৯ সদস্য। এরপরই একই সীমান্ত নিয়ে পালিয়ে আসে মিয়ানমার সেনাবাহিনীর তিনজন সদস্য। তারাও বর্তমানে বিজিরির হেফাজতে রয়েছে।