এক ঘণ্টার চেষ্টায় পায়ুপথ থেকে বের হলো ডাব
চাঁদপুরের শাহরাস্তিতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির পায়ুপথ থেকে ৬ ইঞ্চি লম্বা ডাব বের করেছেন চিকিৎসকেরা। আজ শনিবার দুপুরে উপজেলার ওয়ারুক বাজারের একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে এক ঘণ্টার চেষ্টায় ডাবটি বের করা হয়।
হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের এক যুবকের পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে। পরে এক্স-রে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি দল একটি ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন।
এ ঘটনায় রোগী বা তার সঙ্গে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরিফ উল হাসান বলেন, ‘দুর্ঘটনাবশত ঢিলা-কুলুপ করতে গিয়ে রোগীর পায়ুপথ দিয়ে ডাবটি ঢুকে যায়। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই। রোগী এখন বিপদমুক্ত।’