আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি পাইকারপাড়া এলাকার একটি আম বাগানের ভেতর ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা আলম ঝাপড়ার হত্যা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরেই এলাকায় বিরোধ চলছে। এ ঘটনার জেরে আজ সকালে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আব্দুস সালামের লোকজন রানীহাটি পাইকারপাড়ার একটি আমবাগানে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে বিএনপির ফয়সাল ও সাবেক চেয়ারম্যান আশারাফের লোকজনও ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে দোকান বন্ধ করে নিরাপদে আশ্রয় নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিস্ফোরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে এবং এলাকার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে।’
এ ঘটনায় অভিযুক্ত আব্দুস সালাম ও ফয়সাল এবং আশরাফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।