অতিরিক্ত মদপানে ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থীর মৃত্যু
অতিরিক্ত মদপানে মো. মাহি রাশিদ দীপ্ত (১৭) নামে এক শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ উঠেছে। মাহি ব্রিটিশ কাউন্সিলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ছিলেন।
আজ শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসক অ্যালকোহল পয়জনিং বলে উল্লেখ করেছেন।
মাহি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দোয়জপুর গ্রামের মামুনুর রশীদের ছেলে। রাজধানীর এলিফ্যান্ট রোডের ন্যাশনাল ব্যাংক গলিতে নিজেদের ফ্লাটে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মাহির বাবা মামুনুর রশীদ জানান, তার ছেলে রাতে বাসায় ফিরেছিলেন। সকালে অসুস্থতা বোধ করলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সোয়া ৯টায় তার মৃত্যু হয়। ছেলের শ্বাসকষ্ট ছিল। হয়ত শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?