খেলতে খেলতে ৫০ ফুট গর্তে শিশু, চলছে উদ্ধার কাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ১২:২৮
শেয়ার :
খেলতে খেলতে ৫০ ফুট গর্তে শিশু, চলছে উদ্ধার কাজ

খেলতে খেলতে ৫০ ফুট গভীর গর্তে পড়ে গেছে ছয় বছর বয়সী একটি শিশু। ভারতের মধ্যপ্রদেশের গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। এখনো শিশুটিকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রেবা জেলায় একটি কৃষিজমিতে খেলার সময় ওই গর্তের মধ্যে পড়ে যায় শিশুটি। যে গর্তের মধ্যে ওই শিশুটি পড়ে গেছে সেটির ব্যাস ৬ সেন্টিমিটার।

গর্তের ভেতরে শিশুটির সঠিক অবস্থান জানার চেষ্টা চলছে। একটি সমান্তরাল গর্ত খননের প্রক্রিয়াও চলছে, যাতে আটকে পড়া শিশুটিকে নিরাপদে বের করা যায়। তার শ্বাসপ্রশ্বাস নিয়ে যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থাও করা হচ্ছে।

রেবার অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার জানিয়েছেন, ওই শিশু এখনও গর্তের মধ্যে আটকে আছে।

অনিল বলেন, ‘শিশুটি খেলতে গিয়ে গর্তের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুটিকে গর্ত থেকে বের করে আনতে অভিযান শুরু করে। দুটি বড় বড় যন্ত্র এনে অভিযান চালানো হচ্ছে। আমরা আশাবাদী যে খুব শিগগিরই শিশুটিকে উদ্ধার করা হবে।’

বারানসী থেকে একটি উদ্ধারকারী দলও শিগগরিই ঘটনাস্থলে পৌঁছাবে বলেও জানান তিনি।