আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
স্পিকারের কর্মসূচি:
রঙতুলির আঁচড়ে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে আয়োজিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আল্পনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’। সকাল ৯টায় মানিক মিয়া এভিনিউতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি:
সকাল ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন মহাখালীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী পরিদর্শন করবেন। পরে সেখান থেকে তিনি অন্য হাসপাতালেও পরিদর্শনে যাবেন। তবে কোন হাসপাতাল পরিদর্শন করবেন সেই বিষয়ে তিনি কিছু জানাননি।
ডিএমপির কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সকাল সাড়ে ১০টায় রমনার বটমূলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা মহড়া এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নেয়া নিরাপত্তা বিষয়ে করণীয় ও বর্জনীয় সম্পর্কে প্রেস ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
র্যাবের কর্মসূচি:
‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন র্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন। এ বিষয়ে সকাল সাড়ে ১০টায় রমনার বটমূলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।