যা থাকছে আজ টিভিতে

বিনোদন প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৪, ০৮:১২
শেয়ার :
যা থাকছে আজ টিভিতে

ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনব্যাপী ঈদ আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে। নাটক-সিনেমার পাশাপাশি থাকছে নানা বর্ণাঢ্য সব আয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক ঈদের তৃতীয় দিন কী থাকছে- 

বিটিভি

সকাল ৯টায় প্রচার হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান (পর্ব-২)। সকাল ১১টায় থাকছে সংগীতানুষ্ঠান ‘গান চিরদিন’। দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান (পর্ব-৩)। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে সিনেমা ‘রাত জাগা ফুল’। অভিনয়ে মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী, ফজলুর রহমান বাবু, ড. এজাজ প্রমুখ। বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস (পর্ব-৩)’। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘নীলাভ’। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ছায়াছন্দ (পর্ব-৩)’।

চ্যানেল আই

সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘পাতাল ঘর’। পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, আফসানা মিমি প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘স্বপ্ন দেখার দিনগুলো’। পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ প্রমুখ। বিকেল সাড়ে ৪টায় টেলিফিল্ম ‘বুনোফুল’। পরিচালনায় রুবেল আনুশ। অভিনয়ে মনোজ প্রামাণিক, মুফতুহা জান্নাত প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘অবেলায়’। পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে সজল নূর, সাদিয়া আয়মান, মাসুম বাশার প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘জমিদারের পোলা’। পরিচালনায় সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা, অলিউল হক রুমি প্রমুখ।

এনটিভি

সকাল সাড়ে ৮টায় নৃত্যানুষ্ঠান ‘নীল প্রজাপতি’। অংশগ্রহণে চাঁদনী, ইভান, নাঈম, সুহী, আলিফ, মাটি, সজীব, টুইংক, সাহেদ, সিনথিয়া, শফিক, লোটাস, শামীম, ইচ্ছা, বারিশ প্রমুখ। সকাল ৯টায় নাটক ‘আই এম সিঙ্গেল’। পরিচালনায় জাকারিয়া সৌখিন। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা, নাবিলা মীম, কেয়া পায়েল প্রমুখ। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘ডুব’। পরিচালনায় মোস্তফা সারওয়ার ফারুকী। অভিনয়ে ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র, অশোক ধানুকা প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ঝরা পাতায় দ্রষ্টব্য’। পরিচালনায় এহসান এলাহী বাপ্পী। অভিনয়ে জাকিয়া বারী মম, মাসুম বাশার, মিলি বাশার, নিরব হোসাইন, নাইরুজ সিফাত, তন্ময়, তামুর, রিসা চৌধুরী, মৃণাল দত্ত প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘ঘর’। পরিচালনায় শাহ মোহাম্মদ রাকিব। অভিনয়ে মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি, সমু চৌধুরী, শিরিন আলম প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘দাবা’। পরিচালনায় মুসাফির রনি। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘অন্তত কথা হোক’। পরিচালনা সেলিম রেজা। অভিনয়ে খায়রুল বাসার, সাফা কবির, জিনাত ফারজানা চাঁদনী, ইশিকা, কামরুল প্রমুখ। রাত ১২টায় সংগীতানুষ্ঠান ‘আমাদের গান’। উপস্থাপনায় শান্তা জাহান। অংশগ্রহণে মিলন মাহমুদ, সাদিয়া লিজা, নিশি শ্রাবণী, সানজিদা রিমি, দীপ্র ও দুর্জয় বড়ুয়া।

দীপ্ত টিভি

সকাল ৯টায় প্রচার হবে সিনেমা ‘আশিকী’। পরিচালনা করেছেন অশোক পতি ও আব্দুল আজিজ। অভিনয়ে অঙ্কুশ ও নুসরাত ফারিয়া। বেলা ১২টা ১০ মিনিটে সিনেমার গানের অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান (পর্ব-৩)’। দুপুর ১টায় থাকছে সিনেমা ‘নবাব’। পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি। অভিনয়ে শাকিব খান, শুভশ্রী ও রজতাভ দত্ত। বিকেল ৪টায় প্রচার হবে দীপ্ত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অপলাপ’। পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। অভিনয়ে ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, নিপুণ আক্তার, প্রিয়ন্তী উর্বী প্রমুখ। সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক ‘কিচির মিচির’। নির্মাণে জুবায়ের ইবনে বকর। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি প্রমুখ। রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘মা ডাকলেই সব সুন্দর’। পরিচালনায় শাহ মোহাম্মদ রাকিব। অভিনয়ে মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি প্রমুখ। রাত ১০টা ৫মিনিটে থাকছে নাটক ‘মুখোমুখি অন্ধকার’। পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে সাবিলা নূর, নাবিলা নূর ও ইয়াশ রোহান। রাত ১১টা ৫ মিনিটে থাকছে নাটক ‘ছোবল’। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে জোভান, তানিয়া বৃষ্টি, তারিক আনাম খান প্রমুখ।

বৈশাখী টেলিভিশন

সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর সকালের গান। অংশ নেবেন কণ্ঠশিল্পী পুতুল। সকাল ১১টায় গানে গানে ঈদ আনন্দে অংশ নেবেন কণ্ঠশিল্পী রাজীব ও শবনম প্রিয়াংকা। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে সিনেমা ‘তোমাকে চাই’। মতিন রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, খলিল, অমল বোস প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে থাকছে নাটক ‘আদরে থেকো’। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি প্রমুখ। পরিচালনায় মোহন আহমেদ। রাত ৯টা ৫০ মিনিটে নাটক ‘ফল ইন ফাইট’। অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি, টুটিয়া ইয়াসমিন পাপিয়া, ঈশন অনন্য প্রমুখ। পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘জামাই বাজার ৩’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, অলিউল হক রুমি, শফিক খান দিলু, মাহা, শেলী আহসান, হায়দার আলী প্রমুখ। পরিচালনা করেছেন আল হাজেন।

মাছরাঙা

সকাল ৭টায় রাঙা সকালে অতিথি হিসেবে থাকছেন নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে সিনেমা ‘হাওয়া’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ প্রমুখ। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘বসের বোন’। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি প্রমুখ। রাত ৮টায় নাটক ‘চাবিওয়ালা’। অভিনয়ে খায়রুল বাসার, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে থাকছে নাটক ‘পলাতক প্রেম’। অভিনয়ে নিলয়, সামিরা মাহি প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘ট্রু লাভ এক্সপ্রেস’। অভিনয়ে আরশ খান, রোদসী প্রমুখ।