সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশসহ আহত ৩

সাভার প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৪, ১৮:৪৬
শেয়ার :
সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশসহ আহত ৩

সাভারে নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালাতে নিষেধ করায় কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশের সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার বাসিন্দা ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য তাজউদ্দিন, পল্লী চিকিৎসক আরিফ ও তার ভাই আসাদ মিয়া। হামলার শিকার সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকায় পুলিশ সদস্য তাজউদ্দিন পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে আসেন। রাতে তিনি বাসার সামনের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান। পল্লী চিকিৎসক আরিফ হোসেনের ফার্মেসির সামনের রাস্তায় বিকট শব্দের হুইসেল বাজিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল কয়েক কিশোর। তাদের নিষেধ করায় তানজিল নিরব নামে এক তরুণের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তানজিল নিরবের নেতৃত্বে সাকিবুল হাসান অন্তিম ও দেব রাজ সরকারসহ ১০-১২ জনের কিশোর গ্যাং সদস্যরা ওই পুলিশ সদস্যের ওপর চড়াও হয় এবং কিল ঘুষি মেরে জখম করে। এ নিয়ে প্রতিবাদ করলে পল্লী চিকিৎসক আরিফ হোসেন ও তার ভাই আসাদ মিয়াকে মারধর করে দোকানে হামলা চালায় গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাভার মডেল থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব সিকদার জানান, আহতরা অভিযোগ না দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। 

এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সিকদার বলেন, ‘বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।