যা থাকছে আজ টিভিতে

বিনোদন প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৪, ১৫:১১
শেয়ার :
যা থাকছে আজ টিভিতে

ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনব্যাপী ঈদ আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে। নাটক-সিনেমার পাশাপাশি থাকছে নানা বর্ণাঢ্য সব আয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক ঈদের দ্বিতীয় দিন কী থাকছে- 

বিটিভি

সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘ছোটদের বিশেষ অনুষ্ঠান (পর্ব-১)’। সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে ‘ছায়াছন্দ (পর্ব-২)’। সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে ‘নৃত্যানুষ্ঠান (পর্ব-২)’। সকাল ১১টায় প্রচার হবে ‘রম্য বিতর্ক: দম্পতি হিসেবে আমরাই সেরা’। বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থাকছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘সম্পর্ক’। সন্ধ্যা ৭টায় থাকছে ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস (পর্ব-২)’। রাত সাড়ে ৮টায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘যৌবন’।

চ্যানেল আই

সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘সাইকো’। পরিচালনায় অনন্য মামুন। অভিনয়ে রোশান, পুজা চেরি, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘সেরা রূপসী’। পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে শ্বাশ্বত, রিয়ামনি, শম্পা রেজা প্রমুখ। বিকেল সাড়ে ৪টায় ফারমার্স গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘আবার দাওয়াত’। পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, কচি খন্দকার, সামিয়া অথৈ, শামিমা নাজনীন প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘কী ভুল ছিল’। পরিচালনায় মাসরিকুল আলম। অভিনয়ে সাবিলা নুর, মনোজ প্রামাণিক, মিলি বাশার, জাভেদ গাজী প্রমুখ।

এনটিভি

সকাল ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘চৈতালী হাওয়া’। অংশগ্রহনে প্রীতম, ইচ্ছা, স্মিতা দে, উপমা রুহী, নিপুণ, আবুল হাসান তপন, ঈশা, জুয়েল সরকার, শোভিকা হেনা হোসেন, জসিম, নিশাত, মোহনা মীম ও চঞ্চল। সকাল ৯টায় নাটক ‘লাস্ট নাইট’। পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়েরা তটিনী প্রমুখ। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘নবাব’। পরিচালনায় জয়দেব মুখার্জি। অভিনয়ে শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘আমরা হতাশ’। পরিচালনায় তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আলিফ চৌধুরী, নিলা ইসলাম, মাহবুবুর রহমান, কাকা মাসুদ, আদৃতা প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘জাদুর শহর’। পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাফা কবির, হিন্দোল রায়, বাঁধন খান প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘উভয় সংকট’। পরিচালনায় মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, রিফাত চৌধুরী, শিরিন আলম, রত্ন খান প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘সম্ভবত প্রেম’। পরিচালনায় পথিক সাধন। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী, শিল্পী সরকার অপু, আল মামুন, মিলি বাশার প্রমুখ। রাত ১২টায় সংগীতানুষ্ঠান ‘আমাদের গান’। উপস্থাপনায় শান্তা জাহান। অংশগ্রহণে রাজিব, শফি মন্ডল, অনন্যা আচার্য্য, শারমিন আক্তার, আয়েশা জেবিন দীপা, দীপ্র ও দুর্জয় বড়ুয়া।

দীপ্ত টিভি

সকাল ৯টায় প্রচার হবে সিনেমা ‘বাদশা’। পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। অভিনয়ে ফেরদৌস, জিৎ ও নুসরাত ফারিয়া। দুপুর ১২টা ১০মিনিটে প্রচার হবে সিনেমার গানের অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান (পর্ব-২)’। দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে নাদের চৌধুরী পরিচালিত সিনেমা ‘জ্বীন‘। অভিনয় করেছেন পূজা চেরি, আব্দুন নূর সজল, জিয়াউল রোশান প্রমুখ। বিকেল ৪টায় থাকছে দীপ্ত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। অভিনয়ে তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা প্রমুখ। সন্ধ্যা ৭টায় নাটক ‘অন্ধকার শহর’। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে মোশাররফ করিম, নিশাত প্রিয়ম, মাহমুদুল ইসলাম মিঠু, করভী মিজান, মনিরা মিঠু, শরাফ আহমেদ জীবন প্রমুখ। রাত ৮টায় নাটক ‘বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ’। পরিচালনায় রহমান মোস্তাফিজ পাভেল। অভিনয়ে তৌসিফ, ইন্তেখাব দিনার, শহীদুল আলম সাচ্চু। রাত ১০টা ৫ মিনিটে নাটক ‘মালেকের স্বপ্ন’। পরিচালনায় মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘নিখোঁজ’। পরিচালনায় শাদাত রাসেল। অভিনয়ে মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি, মামুনুর রশিদ প্রমুখ।

বৈশাখী টেলিভিশন

সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর সকালের গান। কন্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত। সকাল ১১টায় গানে গানে ঈদ আনন্দে অংশ নেবেন কণ্ঠশিল্পী বিন্দু কনা ও তার দল। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে সিনেমা ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। অভিনয় করেছেন মান্না, শাবনূর, পূর্ণিমা, ডিপজল প্রমুখ। পরিচালনায় এফ আই মানিক। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘প্রথম ভালোবাসা’। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাবরিনা পড়শী, পারসা প্রমুখ। পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। রাত ৯টা ৫০ মিনিটে নাটক ‘শেষ কিছু দিন’। অভিনয়ে ইয়াশ রোহান, তানজিম সাইয়েরা তটিনী প্রমুখ। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। রাত ১১টা ৩৫ মিনিটে থাকছে মেগা নাটক ‘ড্যাম কেয়ার’। অভিনয়ে আরফান আহমেদ, মিহি আহসান, অলিউল হক রুমি, রাশেদ মামুন অপু, জয়রাজ, রোজী সিদ্দিকী, বড়দা মিঠু প্রমুখ। পরিচালনায় মুহিন খান।

মাছরাঙা

সকাল ৭টায় রাঙা সকালে অতিথি হিসেবে থাকছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমা ‘দেবী’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘বাজিকর’। অভিনয়ে আরশ খান, মিম মান্তাসা প্রমুখ। রাত ৮টায় নাটক ‘হোমমেট’। অভিনয়ে তৌসিফ, তাসনিয়া ফারিণ প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘অভিশাপ’। অভিনয়ে তৌসিফ, ইয়াশ, আইশা খান প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্রেমিক প্রেমিকা’। অভিনয়ে ইয়াশ রোহান, তাসনুভা তিশা প্রমুখ।