বিয়ের পর সানী-মৌসুমীর প্রথম আলাদা ঈদ উদযাপন
ঢালিউডের আলোচিত জুটি ওমর সানী ও মৌসুমী। ভালোবেসে বিয়ে করে ২৮ বছর ধরে সংসার করছেন তারা। দীর্ঘ এই দাম্পত্য জীবনে প্রথমবার স্ত্রী মৌসুমীকে ছাড়া ঈদ উৎসব পালন করলেন সানী। এমনকি তার সঙ্গে ছিলেন না ছেলে-মেয়েও।
ঈদের দিন বৃহস্পতিবার রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওমর সানী।
এ নিয়ে অভিনেতা বলেন, ‘ছেলে ফারদিন দুবাইয়ে, বউমা কানাডায়। মৌসুমী আর মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই যার যার প্রয়োজনেই দেশের বাইরে আছে। তাই বাধ্য হয়েই আমাকে দেশে একা ঈদ করতে হয়েছে। প্রায় ২৯ বছর পর প্রথমবার মৌসুমীকে ছাড়া ঈদ করলাম।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ওমর সানী বলেন, ‘প্রতিদিনই ভিডিওকলে সবার সঙ্গে কথা হয়। ঈদের দিনও হয়েছে।’
প্রসঙ্গত, ওমর সানীর একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন পেশায় ব্যবসায়ী। সে কারণে প্রায় তাকে দেশের বাইরে থাকতে হয়। ফারদিনের স্ত্রী আয়েশা পড়াশোনার সুবাদে থাকেন কানাডায়। সানীর মেয়ে ফাইজা পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রে। ফলে মৌসুমীকে প্রায়ই দেশটিতে গিয়ে থাকতে হয় মেয়ের সঙ্গে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। দিনটি ছিল ২ আগস্ট। সেই হিসেবে তাদের বিবাহিত জীবনের ২৮ পেরিয়ে ২৯ বছর চলছে।