হাজারীবাগে টিনশেড বস্তিতে আগুন

অনলাইন ডেস্ক
১২ এপ্রিল ২০২৪, ১২:৩৮
শেয়ার :
হাজারীবাগে টিনশেড বস্তিতে আগুন

রাজধানীর হাজারীবাগে একটি টিনশেড বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ শুক্রবার বেলা ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে আগুন লাগার খবর আসে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে। খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি, লালবাগের দুটি, মোহাম্মদপুরের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে।

বস্তিতে কীভাবে আগুন লাগল—এ বিষয়ে কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।