প্রাইভেটকারের ধাক্কায় ইউনাইটেড হাসপাতালের কর্মী নিহত

অনলাইন ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ২২:১৮
শেয়ার :
প্রাইভেটকারের ধাক্কায় ইউনাইটেড হাসপাতালের কর্মী নিহত

রাজধানীর গুলশান এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইউনাইটেড হাসপাতালের এক কর্মী নিহত ও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে গুলশান-২ নম্বর এলাকায় থানা সংলগ্ন রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।

ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেলে হসপাতালের রোস্টার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন কাস্টমার রিলেশন্স এক্সিকিউটিভ শেখ জিহান আহমেদ ও নার্সিং এইড মমতা শিকদার। গুলশানের ৫৫ নম্বর রোডে পৌঁছালে একটি গাড়ি পেছন থেকে জিহানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন মমতা শিকদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিহান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।