এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন
রাজধানীর কুড়িল বিশ্বরোডে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে বিশ্বরোডের ওপরের অংশে একটি প্রাইভেটকারে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে গাড়িতে থাকা যাত্রীরা নেমে প্রাণ বাঁচান। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তেলের ট্যাংক থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ ঘটনায় ওই এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুরো গাড়ি পুড়ে যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?