ভারতের কয়লা গুহায় ফের বাংলাদেশির মৃত্যু
চারদিনের ব্যবধানে আবারও ভারতের কয়লা গুহায় পাথর চাপা পড়ে হোসেন মিয়া (৩৫) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভারতের মেঘালয় পাহাড়ের কয়লা গুহায় এ ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হোসেন মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের সিকান্দার আলী ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা যায়, আজ ভোরে ১০-১৫ জনের একটি দল উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন চানঁপুর গ্রামের নয়া ছড়া এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতের কয়লা গুহায় যায়। সেখানে গিয়ে কাজ শেষে কয়লার বস্তা নিয়ে ফিরে আসার পথে উপর থেকে পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই হোসেন মিয়ার মৃত্যু হয়। তখন সাথে থাকা লোকজন দুপুরে লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসে।
ওসি নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এর আগে, গত সোমবার ভোরে উপজেলার চাঁনপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের কালা পাহাড় থেকে কয়লার বস্তা নিয়ে আসার সময় পাথর চাপা পড়ে বাবুল মিয়া (৪২) নামের যুবকের মৃত্যু হয়।
মানিকগঞ্জের সিঙ্গাইরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ২ । হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর অনুমান ২.৩০ টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাকিল (২৬) সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্ৰামের আঃ কাশেমের পুত্র। আহতরা বাকি দুই জন একই এলাকার বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে সাভারের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাকিল তার ৫/৬জন বন্ধুদের নিয়ে একটি সিএনজি অটোরিকশা স্থানীয় ভাষায় কাটা সিএনজি ভাড়া করে ঈদের দিন ঘুরতে বের হলে ভূমদক্ষিন বাজারের পূর্ব পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার থাকা সাকিল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। দূর্ঘটনার পর স্থানীয় জনগণ এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত সাভারের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিংগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের সময় কে বলেন এ ঘটনায় লাশের সুরতহাল রিপোর্ট লেখা হয়েছে এবং সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ ব্যবআইনগতস্থা প্রক্রিয়াধীন। বার্তা প্রেরক, মোঃ মশিউর রহমান, উপজেলা প্রতিনিধি, সিংগাইর, মানিকগঞ্জ।01712893480