সদরঘাট থেকে বাড়ি ফেরা হলো না তাদের
রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত পাঁচজনের তিনজনই এক পরিবারের সদস্য। তারা বাড়ি ফিরতে ঘাটে এসেছিলেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সদরঘাট লঞ্চঘাটের ১১ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন হলেন মো. বেলাল (২৫), মুক্তা (২৬) ও তাদের তিন বছরের মেয়ে শিশু মাইশা। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। নিহত বাকি দুজন হলেন রিপন হাওলাদার (৩৮) ও রবিউল (১৯)।
এ তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা রেঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, পাঁচজনের মরদেহ মিডফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী জানান, নিহতরা সম্ভবত গন্তব্যে যাওয়ার জন্য লঞ্চের খোঁজ করছিলেন। এমন সময় তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে তাদের শরীরে লাগে। লঞ্চের রশি অনেক মোটা ও ভারী হওয়ায় জোরে আঘাত লাগে। এতে তারা প্রাণ হারান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার