সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচজনের মৃত্যু
রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ঈদের দিন আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নৌ পুলিশের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশিক সাঈদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা নদীবন্দর সদরঘাট ট্রাফিক জোনের যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন জানান, এমভি ফারহান-৬ লঞ্চটি পার্কিং করার সময় এমভি তাশরিফ-৪ লঞ্চকে ধাক্কা দেয়। এতে তাশরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার