কাবা শরীফে আত্মহত্যা চেষ্টা
পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। মসজিদের ওপরের তলা থেকে লাফিয়ে পড়েন তিনি। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এই ঘটনায় তদন্ত শুরু করেছে মসজিদুল হারামের বিশেষ নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানায়, সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে ২০১৭ সালে এক সৌদি যুবক পবিত্র কাবা শরীফের সামনে নিজের শরীরে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা বাহিনী তাকে থামিয়ে দেয়। পরবর্তী সময়ে ২০১৮ সালে তিনটি আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটে। তারা মসজিদের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাদের মধ্যে একজন বাংলাদেশিও ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস