ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ১২:৫৬
শেয়ার :
ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যদিয়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ঈদ জামাতে কয়েক লাখ মুসুল্লি অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এবারও দেশ-বিদেশের ৪ লাখেরও বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। 

ঈদ জামাতে ইমামতি করেন শহরের মার্কায মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শোয়াইব আব্দুর রউফ। সকাল ১০টায় ঈদের নামাজ শুরু হয়ে খুদবা ও মোনাজাতসহ ১০টা ২৮ মিনিটে জামাত শেষ হয়।

শোলাকিয়ার রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে পরপর তিনবার শটগানের গুলি ছুঁড়ে মুসল্লিদের নামাজে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়।

নামাজ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ বাংলাদেশ ও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট. মো. জিল্লুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শোলাাকিয়ায় নামাজ আদায় করেন।

এদিকে, বাংলাদেশ রেলওয়ে প্রতিবছরের মতো এবারও শোলাকিয়ায় ঈদের জামাতে মুসুল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘শোলাকিয়া স্পেশাল এক্সপ্রেস ট্রেন’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করে। একটি ট্রেন ভৈরব থেকে ভোর ছয়টায় ছেড়ে সকাল ৮টায় কয়েক হাজার যাত্রী নিয়ে কিশোরগঞ্জ স্টেশনে আসে। অন্যটি সকাল ৬টায় ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জে পৌঁছে। জামাত শেষে ট্রেন দুটি দুপুর ১২টায় আগত মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ ও ভৈরবের উদ্দেশে ছেড়ে যায়।