পিকআপ-মাহিন্দ্রার সংঘর্ষে কৃষকের মৃত্যু

বরিশাল ব্যুরো
১০ এপ্রিল ২০২৪, ২১:০৪
শেয়ার :
পিকআপ-মাহিন্দ্রার সংঘর্ষে কৃষকের মৃত্যু

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের বাকেরগঞ্জ বাখরকাঠি স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে পিকআপ ভ্যান ও মাহিন্দ্রার সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস হাওলাদার (৬০) পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইউনুস হাওলাদারের পরিবার জানায়, ইউনুস একজন সাধারণ কৃষক। তিনি করলা চাষ করেছেন। তার উৎপাদিত করলা মাহিন্দ্রায় করে বরিশালে বিক্রয় করে পরিবারের জন্য ঈদ বাজার করতে গেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাহিন্দ্রা গাড়িটি বরিশালের উদ্দেশে রওনা দিলে বাখরকাঠি বাজারে পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাকেরগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তি ও আহতদের উদ্ধার করে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ইউনুস হাওলাদার নামে একজনের মৃত্যু হয়েছে। আরও তিনজন আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’